টেকনাফে ছবিযুক্ত ভোটার হালনাগাদ শুরু ১৬ আগস্ট

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
টেকনাফ উপজেলায় ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসের ১৬ -৩০ আগস্ট পর্যন্ত। উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারে ৬টি ইউনিয়ন একটি পৌরসভায় ৭০ জন তথ্য সংগ্রহকারী ও ১৬ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

এরা হলেন হোয়াইক্যং ইউনিয়নে কানজর পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নয়া বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক রুপন কান্তি বড়ুয়া, একই স্কুলের সিনিয়র শিক্ষক বাবু বিশ্বজিৎ মজুমদার। হ্নীলা ইউনিয়নে নয়া বাজার হাইস্কুলের সিনিয়র শিক্ষক শামশুল আলম হায়দরী, নয়া বাজার হাই স্কুলের সিনিয়র শিক্ষক বিপুল পাল, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুক্লব পাল।

সদর ইউনিয়নে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাশিরাম দে,এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুল হক। সাবরাং ইউনিয়নে সাবরাং হাই স্কুলের সিনিয়র শিক্ষক প্রবির কান্তি মজুমদার, একই স্কুলের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান ও শাহপরীর দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামশুল আলম।

বাহারছড়া ইউনিয়নে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধান্ত কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা সরওয়ার কাদের জয়। সেন্টমার্টিন ইউনিয়নে সেন্টমার্টিন বিএন ইসলামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ জালাল।

পৌরসভায় এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীলিপ কুমার দাস।

ভোটার তালিকায় অর্ন্তভুক্তির জন্য যে সমস্ত কাগজ পত্রের প্রয়োজন হবে তা হচ্ছে পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি, পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদের ফটোকপি, স্ত্রী-স্বামীর আইডি কার্ডের ফটোকপি, জন্ম সনদের ফটোকপি, জাতীয়তা সনদের ফটোকপি, ইউলিটি এর ফটোকপি, পৌরকর ইউনিয়ন পরিষদের খাজনার ফটোকপি, বিদেশ ফেরৎ হলে বৈধ পাসপোটের ফটোকপি, বসবাসের ক্ষেত্রে নিজ জমির মালিকানার খতিয়ানের ফটোকপি, নিকট আত্মীয়ের আইডি কার্ডের ফটোকপি, সর্বশেষ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সনদের ফটোকপি ও বয়স্ক আবেদনকারীদের বাদ পড়ার কারণ উল্লেখ করতঃ স্থানীয় জনপ্রতিনিধিদের পত্র।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন