টেকনাফে ১২৬ মিয়ানমার নাগরিক স্বদেশে ফেরত

fec-image

পুশব্যাকটেকনাফ প্রতিনিধি:

টেকনাফে নাফনদী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২৬ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। রবিবার (১ মার্চ) পৃথকভাবে আটক এসব ব্যক্তিদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

৪২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ১ মার্চ রবিবার ভোর ৫ টার দিকে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার কাইয়ুমের নেতৃত্বে জওয়ানরা জাদীমুড়া নাফনদীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৮ মিয়ানমার নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৫১ জন পুরুষ ২৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

অপরদিকে শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের সদস্যরা জালিয়াপাড়া এলাকা থেকে ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে পুশব্যাক করেছে। তম্মধ্যে ১০ শিশু, ৮ মহিলা ও ২০ জন পুরুষ রয়েছে বলে জানান শাহপরীরদ্বীপ স্টেশন কমান্ডার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন