টেকনাফ পৌরসভায় পানি ও স্যানিটেশন বিষয়ক মতবিনিময় সভা

teknaf  pic 17-06-2013

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:                                            
টেকনাফ পৌরসভায় পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ও খসড়া মাষ্টার প্লানের উপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন সকাল ১০ টায় টেকনাফ পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি পর্বের পর স্বাগত বক্তব্য রাখেনÑ কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অনুপম দে।

প্রকল্পের বিভিন্ন বিষয়ে সাধারণ ধারণার উপর আলোচনা করেন Ñ কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী রুপায়ন ও সিনিয়র কনসালটেন্ট মোঃ নাকিব উদ্দিন। বক্তব্য রাখেন- শিক্ষাবিদ  মাস্টার আব্দুস শুকুর, মোঃ নুরুল হুদা, মোঃ তৈয়ুব, মোঃ আশেক উল্লাহ ফারুকী। ৩টি গ্র“প করে লিখিত মতামত ব্যক্ত করে আলোচনার মাধ্যমে  সিদ্ধান্ত গৃহিত হয়। এতে টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কাউন্সিলর, শিক্ষক, মিডিয়াকর্মী  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন টেকনাফ উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নুর হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন