টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা আনতে গিয়ে এখনো নিখোঁজ-৫

 

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে গভীর রাতে রোহিঙ্গা আনতে গিয়েই ৫জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা জাদিমোরা এলাকায় বসবাসরত রোহিঙ্গা নজির আহমদের ছেলে রশিদ আহমদ, লাল মিয়ার ছেলে ইব্রাহীম, দক্ষিন লেদার কুব্বাসপাড়ার নুরুল ইসলামের ছেলে ফজল করিম, মৃত মো. হোছনের ছেলে  আনোয়ার হোছন বাবুল, গফুরের ছেলে ঈমান হোছন  ও মৃত আবু জাফরের ছেলে আবছার উদ্দিন ওপারে রশিদের ছেলে-মেয়েসহ অপর রোহিঙ্গাদের আনতে পৃথকভাবে নৌকা নিয়ে রইগ্যাদং ও পুছিংগ্যাপাড়া পয়েন্টে যায়।

ওপারে সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিপি সদস্যরা নৌকা সমুহে রোহিঙ্গা তোলার সময় তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ চালায়। তখন তারা পৃথক স্থান থেকে প্রাণরক্ষার্থে পালিয়ে যায়। সকাল ১০টার দিকে লেদার মৃত আবু জাফরের ছেলে আবছার উদ্দিন ১টি জারিকেনের (গ্যালন) সহায়তায় নাফনদী পার হয়ে বাড়িতে আসে।

অপর ৫জন এখনো নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মো. আলী নিখোঁজের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন