ঢাকার নিখোঁজ তিন শিক্ষার্থী খাগড়াছড়ি থেকে উদ্ধার

13816847_1321089257921004_1602536023_n copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

ঢাকা থেকে ৭ দিন ধরে নিখোঁজ তিন শিক্ষার্থীকে খাগড়াছড়িতে আটককের পর পুলিশ তাদের অভিবভাবকদের কাছে হস্তান্তর করেছে।বুধবার খাগড়াছড়ি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তিন শিক্ষার্থীকে তাদের মা বাবার হাতে তুলে দেন।

এরা হলেন, উত্তরা স্কুলের দশম শ্রেণির ছাত্র তানভির আহমেদ, সপ্তম শ্রেণির ছাত্র শেখ মারুফ ও আজিমপুর স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৈয়দ হেলাল হোসেন। সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ঈদের পর পর মা বাবার কাছ থেকে ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে এসে তিন বন্ধু মিলে খাগড়াছড়ি এসে ঘুরে বেড়াচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদেরকে আটক করে। এ তিন জনকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এতে জানা যায় যে, মা বাবা পড়াশোনা করার জন্য চাপ দেওয়ায় তারা ঘর থেকে টাকা নিয়ে পালিয়ে যায় এবং খাগড়াছড়ি এসে পুলিশের হাতে ধরা পড়ে। পরে মা বাবার খোঁজ নিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।

তানভির আহমেদের বাবা মো. আলী জিন্নাহ জানান, গত ১৪ জুলাই দুপুরে স্কুলের যাওয়ার পর নিখোঁজ হয়। যাওয়ার সময় সে মায়ের ড্রয়ার ভেঙ্গে ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে গত ১৭ জুলাই রাজধানীর দক্ষিণখান থানায় জিডি করেন। তিনি আরো জানান, খাগড়াছড়ির পুলিশ তাদের সন্ধান দিলে বুধবার তাদেরকে নিজ নিজ অভিভাবকদের কাছে তুলে দেন। অভিভাবকরা সন্তানদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন