তাজিকিস্তানে মুসলিম পুরুষদের দাঁড়ি, নারীদের হিজাব, বাচ্চাদের অারবি নাম নিষিদ্ধ

image_114607_0
আন্তর্জাতিক ডেস্ক:
পুরুষদের দাঁড়ি এবং নারীদের হিজাব নিষিদ্ধের পর এবার আরবি নাম রাখা নিষিদ্ধ করছে তাজিকিস্তান সরকার।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি শিশুদের আরবি নাম রাখা নিষিদ্ধ করতে একটি আইন পাসের জন্য পার্লামেন্টকে আদেশে দিয়েছেন।

ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

রুশ বার্তা সংস্থা ‘ইন্টারফ্যাক্স’কেও এই তথ্য নিশ্চিত করেছেন তাজিকিস্তান আইনমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

শিশুদের জন্মনিবন্ধনের সময় যদি তাদের আরবি নাম দেখা যায় তা পরিবর্তনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আদেশ দেয়া হয়েছে। প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী আইন মন্ত্রণালয় আরবি নাম প্রতিহতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

চলতি বছরের ১৩ এপ্রিল ৩৫ বছরের কম বয়সীদের হজে নিষিদ্ধ করে তাজিকিস্তান সরকার। দেশটির ৮৫ লাখ জনসংখ্যার অধিকাংশই মুসলিম। তবে প্রেসিডেন্ট বারবারই ধর্মনিরপেক্ষতার কথা বলে একের পর এক আইন পাস করে যাচ্ছেন।

এর আগে পুরুষদের দাঁড়ি রাখা ও নারীদের হিজাব নিষিদ্ধ করেছে তাজিকিস্তান সরকার। সেখানে নাবালকদের মসজিদে ঢোকাও নিষিদ্ধ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন