তামিমকে মাঠে দেখার অপেক্ষায় নান্নু

fec-image

তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন সহসাই থামছে না। গেল বছরের মধ্যভাগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মাঝপথে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর চলেছে তার ইনজুরি থেকে ফেরার লড়াই। পূর্ণ ফিট হতে না পারায় যাওয়া হয়নি ক্রিকেট বিশ্বকাপেও। এরপর থেকেই চলছে তামিমের ফেরার লড়াই।

এবারের বিপিএল দিয়েই তামিম ইকবালের ফেরার কথা। মাঝে অনুশীলনে চোট পেলেও একদিন পরেই আবার ফিরেছেন দেশসেরা এই ওপেনার। লম্বা সময় পর তামিমের মাঠে ফেরা তাই অনেকটাই নিশ্চিত। তার মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা। অপেক্ষায় আছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।

তামিমকে নিয়ে গতকাল প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘সে (তামিম) আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সবসময়ই তো তাকে খেলতে দেখতে চাইব। ও খেললে তো অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। ইনজুরি কাটিয়ে এখন খেলবে, এটা দেখার অপেক্ষায় আছি কেমন খেলবে।’

প্লেয়ারদের নিজেদের প্রমাণ করার জন্য বিপিএলকে সেরা সুযোগ বলে মনে করেন নান্নু, ‘প্লেয়ারদের প্রথম কাজ হলো ক্রিকেট খেলা এবং পারফরম্যান্সটা ধরে রাখা। যে যেখানে সুযোগ পাবে নিজের পারফরম্যান্সটা দিতে হবে এবং সেরাটা খেলতে হবে। এটা হচ্ছে ওদের দায়িত্ব। কোথায় কি হচ্ছে এসব নিয়ে চিন্তা করা ওদের দায়িত্ব না। প্লেয়াররা যখনই মাঠে যাবে তখনই তাঁদের সেরাটা দিয়ে খেলতে হবে, এটাই হচ্ছে তাদের দায়িত্ব।’

‘সব খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকে তাহলে রাখবেন কীভাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই বললাম যে যেখানে সুযোগ পাবে নিজের সেরা খেলাটা দিতে হবে যাতে নিজের খেলাটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারে।’-যোগ করেন নান্নু।

বিপিএলের সঙ্গে বিশ্বকাপের যোগসূত্র টানতেও ভুল করেননি নির্বাচক নান্নু, ‘কারণ সামনে বিশ্বকাপ রয়েছে। একটা প্রসেসের মধ্যে থাকতে হবে যেটা উন্নতির দিকে যায়। যদি এই টুর্নামেন্টগুলো ভালো করতে পারে তাহলে বিশ্বকাপে ভালো করার জন্য আত্মবিশ্বাস পাবে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তামিম ইকবাল, বিপিএল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন