তাল গাছের চারা রোপণে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

তাল গাছের চারা রোপণে জনগণকে উদ্বুদ্ধ করনে জনপ্রতিনিধিদিরে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, তালগাছ বজ্রপাতের মাতো মারাত্মক ঝুঁকি থেকে আমাদেরকে নিরাপদ রাখে। গত এক বছরে সারাদেশে বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান উল্লেখ করে তারা বলেন, তালগাছ আমাদেরকে মৃত্যু ঝুঁকি থেকে নিরাপদ রাখবে।

প্রধানমন্ত্রী’র নির্দেশনায় এলজিএসপি-৩ এর অর্থায়নে মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি ও বড়নাল ইউনিয়নে তাল গাছের বীজ রোপণ ও বিতরণের অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাইন্দং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় তারা এসব কথা বলেন।

তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসরাম তাজু। মাটিরাঙ্গা উপজলো নির্বাহী অফিসার বি এম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহ আলম মিয়া ও মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন