তিন পার্বত্য অঞ্চলে সেরা স্থানে বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ

fec-image

রাঙামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষায় ফলাফলে তিন পার্বত্য অঞ্চলে সেরা স্থান দখল করেছে। বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ প্রথমবারের মতো ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পার্বত্যঞ্চলে সেরার স্থান দখল করেছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, এ বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে ৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন পরীক্ষার্থীসহ সর্বমোট ১শত ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তৎমধ্যে ৪০ জন জিপিএ-৫ অর্জন করেছেন এই প্রতিষ্ঠান হতে। ৩২ জন বিজ্ঞান বিভাগে ও ব্যবসা শিক্ষা বিভাগে ৮ জন জিপিএ-৫ অর্জন করেছেন। যা পার্বত্যঞ্চলে সর্বোচ্চ।

২০১৯ সালের এইচএসসি পরীক্ষা দেবার অনুমোদন পাওয়া কাপ্তাইয়ের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত ৩ বছর এসএসসি ও জেএসসিতে পার্বত্যঞ্চলে সেরার স্থান দখল করে আসছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন