তৃতীয় দিনের মতো খাগড়াছড়ির পানছড়ি-দীঘিনালা সড়কে যাত্রীবাহী যান চলাচল বন্ধ: চার উপজেলার দূর্ভোগে যাত্রীরা

খাগড়াছড়ি প্রতিনিধি:

আন্ত:জেলা সড়কে মাহেন্দ্র, সিএনজি ও মটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধের দাবীতে
খাগড়াছড়ির সাথে পানছড়ি ও দীঘিনালা সড়কে তৃতীয় দিনের মতো গতকালও বাস, জীপ ও পিকআপ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে। গত বুধবার কোন পূর্ব ঘোষনা ছাড়া আকস্মিকভাবে এ দুটি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দু’টি সড়কে যাত্রবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই জেলার ৪ উপজেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক এসএম শফি জানিয়েছেন, গাড়ী চালিয়ে পোষাতে না পারায় মালিকরা গাড়ী না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি মালিক সমিতির সিদ্ধান্ত নয়। তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি আলোচিত হবে। তত দিন পর্যন্ত মালিকরা ঐ দুই সড়কে গাড়ী চালাবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন