থানচিতে ৫০ পরিবারে উফসি আমন ধানের বীজ বিতরণ

fec-image

বান্দরবানে থানচিতে ভারী বর্ষণের ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ঘর-বাড়ি, রাস্তাঘাট, কৃষিজমিসহ বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মানবিক মূল্যবোধের তাগিদে সমাজের প্রতিষ্ঠিত ও অবস্থাসম্পন্ন সকল নাগরিককে সাম্প্রতিককালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের পাশে থেকে সহায়তা করার আহ্বান জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর।

রবিবার (২৭ আগস্ট) বিকাল ৪ টা উপজেলা পরিষদে প্রাঙ্গনের বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ৫০ কৃষকের মাঝে “নাভিজাতের উফষী আমন ধানের বীজ” বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনের সম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নাভি বাপন উপযোগী বিআর ২৩ জাতের বোপা আমন ধানের বীজ বিতরন করেন।

ভারী বর্ষনের বন্যায় ক্ষতিগ্রস্ত, আমন চাষীর ৫০ জন কৃষকদের প্রতিজনে ৫ কেজি করে উফষী ধানের বীজ বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত সভাপতিত্ব করেন।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ সুজন মিঞাসহ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন