‘থ্রেডস’ ইস্যুতে মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ইলন মাস্কের

fec-image

সদ্য চালু হওয়া প্রতিদ্বন্দ্বী অ্যাপ ‘থ্রেডস’ এর জন্য মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে টুইটার। টুইটারের সাবেক কর্মীদের সহায়তা নিয়ে থ্রেডস অ্যাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে মেটার বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মেটা। খবর-বিবিসি

এ নিয়ে টুইটারের মালিক ইলন মাস্ক বলেছেন ‘প্রতিযোগিতা ভালো, তবে প্রতারণা নয়।’ টুইটারের সাবেক কর্মীদের নিয়োগ দিয়ে তাদের সহায়তায় থ্রেডস অ্যাপ তৈরি করা হয়েছে এ অভিযোগ এনেছেন তিনি । তবে মেটা একটি আইনি চিঠিতে এ দাবি অস্বীকার করেছে।

টুইটারের অ্যাটর্নি অ্যালেক্স স্পিরো বুধবার মেটার সিইও মার্ক জাকারবার্গকে একটি চিঠি পাঠান। এতে মেটাকে থ্রেডস তৈরিতে ‘টুইটারের বাণিজ্য গোপনীয়তা ও অন্যান্য মেধাবৃত্তিক সম্পদের নিয়মতান্ত্রিক, ইচ্ছাকৃত ও বেআইনি অপব্যবহার’ এর অভিযোগ এনেছেন।

তিনি বিশেষতভাবে অভিযোগ করেছেন যে, টুইটারের সাবেক বেশ কয়েকজন কর্মীকে নিয়োগ করেছিল মেটা যারা ‘টুইটারের বাণিজ্য গোপনীয়তা ও অন্যান্য অত্যন্ত গোপনীয় তথ্যগুলোতে প্রবেশাধিকার রেখেছিল এবং তা চালিয়ে যাচ্ছে।’

চিঠিতে বলা হয়েছে, ‘টুইটার তার মেধাবৃত্তিক সম্পত্তির অধিকার কঠোরভাবে প্রয়োগ করতে চায়। মেটা অবিলম্বে টুইটারের বাণিজ্য গোপনীয়তা বা অন্যান্য গোপনীয় তথ্য ব্যবহার বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে এ দাবিও জানিয়েছে।’

থ্রেডস এর পক্ষে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন একটি পোস্ট করে জানিয়েছেন, ‘থ্রেডস ইঞ্জিনিয়ারিং টিমের কেউই টুইটারের সাবেক কর্মী নয়।’

‘এদিকে থ্রেডস অ্যাপ অনেকটা টুইটারের মতোই’ এ মন্তব্য করেছেন বিবিসি নিউজ প্রযুক্তি প্রতিবেদক জেমস ক্লেটন। তিনি বলেন, ‘থ্রেডস -এর নিউজ ফিড ও পুনরায় পোস্ট করা অবিশ্বাস্যভাবে একই রকম।’

মেটার ‘থ্রেডস’ অ্যাপ বুধবার চালুর প্রথম সাত ঘণ্টায় এক কোটি ব্যবহারকারী সাইন আপ করেছে বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ। মেটা জানিয়েছে- এখন পর্যন্ত ৩ কোটির বেশি মানুষ নতুন এই অ্যাপের জন্য সাইন আপ করেছে।

ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে অ্যাপটি এনেছেন জাকারবার্গ। তিনি টুইটারের অনুরূপ এই অ্যাপকে টুইটারের ‘বন্ধুসুলভ’ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন