দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লংগদু উপজেলা বিএনপি’র ১২ ও যুবদলের ২১ নেতা বহিস্কার

1qw

নিজস্ব প্রতিনিধি, পার্বত্য নিউজ :

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি’র ১২ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির ১২ নেতাকে দলের সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে লংগদু উপজেলা যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বলে জানা গেছে রাঙামাটি জেলা যুবদল। তবে বহিস্কৃতরা দাবী করেছেন বহিস্কারের আগেই তারা বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। তাই তাদের বহিস্কারের দাবী অমূলক।

 জেলা বিএনপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি জেলা বিএনপি’র এক জরুরী সভায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে এবং দলীয় স্বার্থ পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, লংগদু উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াছেক আলী আকন্দ, যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন শিপু, খলিলুর রহমান, সদ্য সমাপ্ত উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খাইয়ুল আলম সাজু, দপ্তর সম্পাদক শহীদ মাস্টার, আইন বিষয়ক সম্পাদক কাজী মঈনুল হাসান, জালাল উদ্দিন, কামরুল হাসান টিটু, গোলাম মোস্তফা, মোঃ শাহনেওয়াজ, ইসমাইল হোসেন।

 এর আগে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী হাজী ফয়জুল আজিমকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন বলেও জানা গেছে।

 এর আগে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে লংগদু উপজেলা যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে রাঙামাটি জেলা যুবদল। বহিষ্কৃতরা হলেন, লংগদু উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহেল, সহ-সভাপতি ফিরোজ সওদাগর, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইউসুফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির গাজী, সহ-আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সদস্য মোঃ তারেক, রেজাউল করিম, ফরিদ আলম,ফরহাদ, এবাদুল, আব্দুল সালাম, রওশন আলী, আব্দুল কাশেম, আজিজ, মজিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন