দিঘীনালায় চা দোকানি হত্যার মামলায় আটক ৪ আসামি রিমান্ডে

14080866_10209417162761297_860619055_n copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় চা দোকানি বাদল খাঁ হত্যা মামলায় আটক হওয়া চার আসামিকে দুই দিন করে রিমান্ডে এনেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আসামিদের খাগড়াছড়ির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমানের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আসামিরা হলেন, মো. নাসির হোসেন, মো. ছিদ্দিক, মো. আনোয়ার হোসেন ও মো. নাসির (পিসি)।

প্রসঙ্গত, গত সোমবার সকালে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মধ্যবোয়ালখালী অনাথ আশ্রম এলাকায় নিজ চা দোকান থেকে বাদল খাঁ’র গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত বাদল খাঁ’র শ্যালক আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই দিন পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ধারণা আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মো. ফয়জুল করিম জানান, ‘আশা করছি শীঘ্রই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা সম্ভব হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন