দীঘিনালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা সংরক্ষণে অবদান রাখায় গুণীজন সংবর্ধনা

দীঘিনালা প্রতিনিধি:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা, সম্প্রসারণ ও সংরক্ষণে অবদান রাখায় গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উদাল বাগান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনন্দ মোহন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর এহসানুল হুদা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, টাঙ্গাঈলের সখীপুরের ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রবীন্দ্র বর্মন, সাংবাদিক নাজিম উদ্দিন, শেরপুরের কালচারাল এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বাধন আরেং, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, উদাল বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা প্রমুখ।

সংবর্ধনা সভায় চাকমা ভাষায় গান, কবিতা প্রবন্ধ লিখে ভাষা সংরক্ষণ ও সম্প্রসারণে ভুমিকা রাখায় দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, খাগড়াছড়ির রতন ত্রিপুরা, রাঙ্গামাটির মনোস বাহাদুরকে সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘সাদরি’ ভাষা সংরক্ষণ ও সম্প্রসারণে অবদান রাখায় সিরাজগঞ্জের নিমগাছি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্র নাথ সরকার, রাজশাহীর সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী মিনজি, জয়পুরহাটের ভাদশা হাই স্কুলের সহকারী শিক্ষক অজিৎ কুমার সরদার, রাজশাহীর লাহান্তী ফাইন্ডেশন এর সমন্বয়ক বঙ্গপাল সরদার, জয়পুরহাট সুগারমিল কিন্ডার গার্টেন এর সহকারী শিক্ষক রনজিৎ মালো, টাঙ্গাঈলের সেন্টার ফর ইনডিজিনাস পিউপিল রিসার্স এন্ড ডেভেলপমেন্ট আলবার্ট মানখিন, সিরাজগঞ্জের খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সর্গীয় নির্মল কুমার মাহাত্যে কে সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যদিকে গারো ভাষায় অবদান রাখার জন্যে নেত্রকোনার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সৃজন সাংমা, শেরপুরের কালচারাল এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বাধন আরেং, ময়মনসিংহের প্রতিবন্ধি কমিউনিটি সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক বাসর দাংগ সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা সংরক্ষণে অবদান রাখায় গুণীজন সংবর্ধনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন