দীঘিনালায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ১৬শত: অনুপস্থিত ৪৫

Pic 01

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেডিসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী প্রায় ১৬শ’ ছাড়িয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে থেকে শুরু হওয়া বাংলা-১ম পত্র, কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা দীঘিনালার মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এরমধ্যে দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৪৬৬ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৬ জন, মেরুং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৫ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ২১ জন, বরাদম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬৯ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ১২ জন, বাবুছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬১ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৪ জন ও মেরুং দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ২ জন পরীক্ষার্থী। শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে প্রথম জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিতে পেরে অনেক পরীক্ষার্থী তাদের আনন্দ প্রকাশ করেছে। পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের অবিভাবকরা আগামী পরীক্ষাগুলোতে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন