স্বাচ্ছন্দ্যে চলছে পাঠদান

দীঘিনালায় শিক্ষার মানোন্নয়নে ১৪টি নতুন ভবন নির্মাণ

fec-image

শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও মানসম্পন্ন করতে দীঘিনালা উপজেলায় ১৪টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন ভবন তৈরির কাজ সম্পন্ন হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের নেয়া প্রকল্প গুলোর মধ্যে অন্যতম দৃষ্টান্ত।

সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো ঠিক না থাকায় আনন্দমুখর পরিবেশে শিখন কার্যক্রমে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল। তাই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বর্তমান সরকার দীঘিনালা উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়, বড়াদম উচ্চ বিদ্যালয়, উদাল বাগান উচ্চ বিদ্যালয়, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়, চৌংড়াছড়ি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা, রশিক নগর দাখিল মাদ্রাসা, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ বাবুছড়া কলেজ এবং কুজেন্দ্র মল্লিকা মর্ডার্ণ কলেজে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়।

সরকারের নেয়া এসব প্রকল্প বাস্তবায়ন করায় গ্রামীণ পর্যায়ে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এক সময়ে বাঁশ, কাঠ ও টিনের তৈরি বিদ্যালয়গুলো এখন বহুতল ভবনে রুপান্তরিত হয়ে উচ্চ শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা পালন করছে।

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হাসেমী জান্নাত খুশি জানান, রোদ, বৃষ্টি আর ধূলো-ময়লার টিনের চালা ঘরের পরিবর্তে আধুনিক মানের নতুন ভবনে পড়ার সুযোগ পাওয়ায় আমরা উচ্ছ্বসিত।

অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক জানান, প্রতিষ্ঠানটির শুরু থেকে ভাঙ্গাচুড়া টিন সেডে ক্লাশ নিতে হতো। শিক্ষার্থীরা আসতে চাইতো না। প্রধানমন্ত্রী তাদের নতুন চারতলা ভবন নির্মাণ করে দেয়ায় শিক্ষাথীদের উপস্থিতি বেড়েছে কয়েক গুণ। পড়াশোনার মানও বেড়েছে।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগের ফলে বদলে গেছে পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানের মান।

এছাড়া ইতোমধ্যেই নির্ধারিত প্রতিটি স্কুল ও কলেজে নির্মাণ করা হয়েছে চারতলা একাডেমিক ভবন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন