দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করলেন মহালছড়ি জোন

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) উপজেলার বদানালা, লেমুছড়ি ও লেমুছড়ি শান্তিপুর এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে মেজবাহ্ উল মুহিত এই শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণের সময় মেজবাহ্ উল মুহিত উপকারভোগীদের খোঁজখবর নেন এবং সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময়ে হেডম্যান, কারবারিসহ সকল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুস্থ জুম্মচাষী জ্ঞান চাকমা বলেন, বহুদিন ধরে শীতে কষ্ট পেয়েছি । সেনাবাহিনীর শীতবস্ত্র পেয়ে এখন শীতের কষ্ট কম হবে। মহলছড়ি জোনের এই মহতী উদ্যোগে দুস্থ ও শীতার্ত পাহাড়ি ও বাঙালিরা অত্যন্ত আনন্দিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, পাহাড়ে বসবাসরত দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালিদের শীতকালে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করায় মহালছড়ি জোনের প্রতি সকলে কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন