মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

fec-image

মানিকছড়ির ওসমানপল্লী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়ে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে বলেও জানা যায়।

রবিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস চট্টমেট্টো- জ ১১-০৭১৫ পৌনে ১১টায় মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী মসজিদ সংলগ্ন রাস্তায় অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে ১০০/১৫০ ফুট নীচে পড়ে যায়।

নিহত ব্যক্তি উপজেলার সদর গুচ্ছগ্রামের মৃত্যু মোঃ রফিক মিয়ার পুত্র ৩ সন্তানের জনক মপাঃ আবদুল সাত্তার(৩২)। সে গুইমারায় শ্রমিক হিসাবে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়।

নিহত সাত্তার ও আহতদের হাসপাতালে আনলে পুলিশ ও চিকিৎসার প্রাণপণ চেষ্টা করে চিকিৎসা দিচ্ছিল। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের হাসপাতালে চিকিৎসা চলছিল।

অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রথমে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, মানিকছড়ি, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন