ঘূর্ণিঝড় মোখা

দুর্যোগের সুযোগে কোন পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা

fec-image

প্রাকৃতিক দুর্যোগের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। চেরাগ, মোম বাতিও মিলে না। যারা অহেতুক দাম বাড়াবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভায় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্যোগ থেকে বাঁচাতে মসজিদসহ প্রত্যেক ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করুন। প্রচেষ্টা আমাদের। সমাধান একমাত্র আল্লাহর হাতে। নিরীহ রোহিঙ্গা ও গরীব মানুষের উছিলায় আল্লাহ আমাদের রক্ষা করবে বলে মন্তব্য করেন এমপি কমল।

শুক্রবার (১২ মে) রাতে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠানে তথ্য দেওয়া হয়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে ৪৯৫ মেট্টিকটন চাল, ৯ লক্ষ ৩০ হাজার টাকা মজুদ রয়েছে। ইতোমধ্যেই সব উপজেলায় আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সাইক্লোন শেল্টারসমূহ উন্মুক্ত রয়েছে। মেডিকেল ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবক টিমগুলো প্রস্তুত আছে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান, পুলিশ সুপার মো.মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম, জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য রাখেন।

এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা তাদের প্রস্তুতির কথা তুলে ধরেন।

এ সময় উপকূল এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, আপনারা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। যারা নির্দেশ মানবে না তাদের “বাই ফোর্স” বের করে আনা হবে।

তিনি আরও বলেন, দুর্যোগের সুযোগে যারা বাসাবাড়িতে চুরি ও লুণ্ঠন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্যোগ, পণ্যে, ব্যবস্থা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন