দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন হবার আহ্বান: বীর বাহাদুর উশৈসিং

fec-image

আমরা সৃষ্টির সেরা জীব হয়েও পাহাড় কেটে, ঝিড়ি-ঝর্ণার পাথর তুলে প্রকৃতিকে ধস করছি। শুধু তাই নয় খাল-বিল নালার পানি প্রবাহকে দখল করে অট্টালিকা গড়ে তুলছি। তাই জলবায়ু পরিবর্ত ও দুর্যোগ মোকাবেলায় করতে সবাইকে সচেতন হবার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

বীর বাহাদুর বলেন, বর্তমান সরকার এসকল মানুষ‌কে যতটুকু সম্ভব সহ‌যো‌গিতা করছে পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থাও দুর্গতদের ত্রাণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি অন্যান্য সংস্থাকেও দুর্গতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় কারিতাস ও স্টারফান্ড যৌথ উদ্যেগে সদর ইউনিয়ন ১৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, পানীয় ওষুধসহ নগদ ৫ হাজার ৫শত টাকা তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুন রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজী রায়হান কাজেমী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি অমল কান্তি দাশ, হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদাসহ উপকারভোগী উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহ্বান, দুর্যোগ, মোকাবেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন