ক্রিকেটারদের কাজটা সঠিকভাবে করার আহ্বান জানালেন মাশরাফি

fec-image

অবসরের ঘোষণার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। বলতে গেলে মাশরাফি বিন মর্তুজাই ফিরিয়েছেন তামিমকে। তামিমদের মাঠের ক্রিকেটে পারফরম্যান্সে মনোযোগ দিতে বলেছেন মাশরাফি।

তামিম চট্টগ্রামে পরশু দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন। এরপর বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে গতকাল মাশরাফির মাধ্যমে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম। মাশরাফি এখানে ১০ বছর আগের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। অসুস্থ সাকিবকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন হাসিনা। মুশফিকের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে সাহায্য করেছিলেন প্রধানমন্ত্রী।

খেলার প্রতি ভালোবাসা থেকে হাসিনা এমনটা করেন বলে জানিয়েছেন মাশরাফি। খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার সম্মান রাখতে ক্রিকেটারদের মাঠের ক্রিকেটে মনোযোগী হতে বলেছেন মাশরাফি। বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘সাকিবের ডেঙ্গু হলো, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, ‘চলে আসো গণভবনে।’

তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এরকম আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা, সবকিছুর খেয়াল রাখেন। প্রিয় খেলোয়াড় ভাইয়েরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তাঁর দুর্বলতা নয়, বরং তাঁর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদেরকে সম্মান করেন। আপনাদেরও উচিত ভালোবাসা দিয়েই সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা।’

মাশরাফি আরও লিখেছেন, ‘দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে আপনাদের দিকে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনও গ্যালারিতে, কখনও টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়।

আপনাদের জয় দেখে এই মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। আপনারা জিতবেন, আমরাও জিতব, এই আশাতেই আছি আমরা।’

জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তামিম নাকি মাশরাফিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ‘মেন্টর’ হওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি ৷

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহ্বান, ক্রিকেটার, মাশরাফি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন