নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার

army_chief_shafiul_284271

নিউজ ডেস্ক:
নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসিকে গার্ড অব অনার দিয়েছে সেনাবাহিনী।

রবিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে তাকে এ সম্মান দেওয়া হয়। এরপর সেনাকুঞ্জের বাগানে তিনি একটি বৃক্ষরোপণ করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের সম্মানে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

বৃক্ষরোপণের পর তার দীর্ঘায়ু ও সেনাবাহিনীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন সেনাসদরের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. সিরাজুল হক।

গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে নতুন এ সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

সেনাপ্রধান হওয়ার আগে শফিউল হক সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১০ জুন পদোন্নতি পান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন