নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ৭ হাজার ৬শ পিস ইয়াবা জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত থেকে ৭ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) গভীর রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ এই অভিযান পরিচালনা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে থানা পুলিশের বিশেষ একটি টহলদল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তের কবরস্থানের বাউন্ডারি ওয়ালের পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসার সময় পুলিশের বিশেষ টিম এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করলে পরে তারা তাদের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। যার কারণে গ্রেফতার সক্ষম হয়নি। পরে পুলিশের বিশেষ টটহলদল ঘটনাস্থল থেকে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৬শত পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

এই ব্যাপারে রবিবার ১৪ জানুয়ারি সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক উদ্ধার, সন্ত্রাস দমনসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬শত পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা জব্দ, নাইক্ষ্যংছড়ি, সীমান্ত এলাকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন