নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ।

শুক্রবার (‌‌‌১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তারা ৩৪-বিজিবির অধীনস্থ ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এসময় ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজরে নিকট মিয়ানমার বিজিপির সাথে কৌশলাদি বিনিময়সহ মিষ্টি বিতরণ করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য জনাব মো. হাবিবুর রহমান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব শামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমা এবং কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য নূর মোহাম্মদসহ কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উজ সাকিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

বিজিবির মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ঘুমধুম বিওপি পরিদর্শনের সময় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং সৈনিকদের সাথে কুশলাদি বিনিময় করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, বিজিবি, মহাপরিচালক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন