নানা আয়োজনের মধ্য দিয়ে দীঘিনালায় বড়দিন পালিত

10866936_795329623870890_1897478239_n

দীঘিনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন চার্জ এবং গীর্জায় ছিলো ভিন্ন ভিন্ন আয়োজন।

এর মধ্যে দীঘিনালার জামতলী এস.ডি.এচার্চ’এ দুপুরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, বাইবেল পাঠ, দেশের শান্তি কামনায় প্রার্থনা এবং বিকেলে গান ও নাচ অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন চার্চ নানা রঙের সাজে সাজানো হয়েছে।

এদিকে উপজেলার পোমাংড়পাড়া চার্চ ও জামতলীর রাজেন্দ্র কার্বারী পাড়া চার্চসহ আরও বিভিন্ন চার্চে নানা আচার-অনুষ্ঠান পালন করেছে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন