নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খালেদের অভিষেক

fec-image

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। শেষমুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নামছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তনের কথা জানালেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

চোটের কারণে এই ম্যাচে নেই তানজিম হাসান সাকিব। তার জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে খালেদ আহমেদের। নুরুল হাসান সোহানের জায়গায় এসেছেন হাসান মাহমুদ। আগের ম্যাচে ৪ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামলেও আজ বাংলাদেশ খেলছে ৫ জনকে নিয়েই। বিপরীতে একই একাদশ নিয়ে নামছে নিউজিল্যান্ড।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। আজও আছে বৃষ্টির শঙ্কা।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

নিউ জিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন