‘পর্যটন নগরী গড়তে পরিছন্নতার বিকল্প নেই’

fec-image

পর্যটন নগরী গড়তে পরিছন্নতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রবিবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, আগামী ২০ তারিখ থেকে দেশের অন্যান্য এলাকার ন্যায় রাঙামাটির সনাতন ধর্মাবলম্বীরা রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব পালব করবে। এইজন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে।

জেলার পর্যটন শিল্পের উন্নয়নে শহর পরিছন্ন, বাল্য বিবাহ নিরোধ এবং মাদকদ্রব্যর অপব্যবহার রোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে অনুরোধ জানান এসময়।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন