ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে

পাকিস্তানেই হবে ২০২৩ সালের এশিয়া কাপ

fec-image

আসন্ন ২০২৩ সালের এশিয়া কাপের ভেন্যু কোথায় হবে- এ নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংকট সমাধানের আভাস পাওয়া গেছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী আপাতত এই টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করা হবে বলে মনে করা হচ্ছে।

এতে সম্মতি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দেশে আয়োজন করা হবে। আর সেকারণেই সম্মতি প্রদান করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

তবে এই টুর্নামেন্টের দ্বিতীয় ভেন্যু কোথায় হবে,সেই ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আশা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার মধ্যে কোন একটিকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। এর পাশাপাশি ওমান এবং ইংল্যান্ডের নামও আছে আলোচনায়। শেষপর্যন্ত কোন দেশের ভাগ্যে এই শিকে ছিঁড়বে সেটা তৎকালীন আবহাওয়া এবং যাতায়াতের সুবিধার উপরেই নির্ভর করবে।

চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগেই আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গত অক্টোবর মাস থেকে ঝামেলা শুরু হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপরেই দিয়েছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় যে পাকিস্তানে খেলতে যাবে না টিম ইন্ডিয়া। পাকিস্তান টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ছিল অনড়। এরপর থেকেই টুর্নামেন্টের আয়োজন নিয়ে টালবাহানা তৈরি হতে শুরু করে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় একটি সমাধানের পথে এগোচ্ছে প্রতিবেশী এই দুই দেশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ, পাকিস্তান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন