আফগানদের ৩৭.১ ওভারে ২৯২ রান করতে হবে

fec-image

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে রানরেটের এমনিতেই প্রবল চাপে আছে আফগানিস্তান, তার ওপর তাদের ওপর চেপেছে রানরেটের পাহাড়সম বোঝা।

‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হয়ে সুপার ফোর নিশ্চিত করতে তাদেরকে ৩৭.১ ওভারে শ্রীলঙ্কার দেওয়া বিশাল টার্গেটে পৌঁছতে হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৯২ রান।

‘বি’ গ্রুপে রানরেটের এই জটিল হিসাবের কারণ বাংলাদেশের বিশাল ব্যবধানের জয়।

শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে ধরাশায়ী হওয়ার পর এই আফগানিস্তানকেই ৮৯ রানে হারিয়েছিল টিম টাইগার। এতেই আফগানরা রানরেটে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে। আজকের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯১ রানের বিশাল স্কোর গড়ে শ্রীলঙ্কা। সুপার ফোরে উঠতে আফগানদের ৩৭.১ ওভারের মধ্যে ২৯২ রান করতে হবে।

অন্যদিকে শ্রীলঙ্কার হিসাব খুব সহজ। বাংলাদেশকে হারিয়ে তারা ইতিমধ্যে ২ পয়েন্ট পেয়ে গেছে। তাই আফগানদের ৩৭.১ ওভারের মধ্যে জিততে না দিলেই দাসুন শানাকার দল পৌঁছে যাবে সুপার ফোরে। নির্দিষ্ট ওভারের পর আফগানিস্তান যদি জিতেও যায়, তাহলেও তাদেরকে বিদায় নিতে হবে রানরেটে পিছিয়ে থাকায়। শ্রীলঙ্কা উঠে যাবে সুপার ফোরে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগান, এশিয়া কাপ, টিম টাইগার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন