আফগানদের বিপক্ষে বাংলাদেশের লিড ৬০০ ছাড়াল

fec-image

মিরপুরে ব্যাটিং প্রদর্শনী চলছে বাংলাদেশের। টাইগার ব্যাটারদের সামনে কোনো জবাব খুঁজে পাচ্ছে না আফগান বোলাররা। এক নাজমুল হোসেন শান্তই দুই ইনিংসে টানা দুই সেঞ্চুরিতে করলেন ২৭০ রান। ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের লিড এখন পর্যন্ত ৬১৪ রান।

ইতোমধ্যে যা বাংলাদেশের সর্বোচ্চ রানের লিডের রেকর্ড হয়ে গেছে। আগের সর্বোচ্চটি ছিল ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। সেদিন বাংলাদেশ টার্গেট দিতে পেরেছিল ৪৭৬ রান।

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে ছয়শোর বেশি লক্ষ্য দেওয়ার ২১তম ঘটনা এটি। সর্বশেষ ২০১৯ সালের ব্রিজটাউন টেস্টে ইংল্যান্ডকে ৬২৮ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ টার্গেট দেওয়ার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ১৯৩০ সালে কিংস্টনে ইংল্যান্ডকে ৮৩৬ রানের লক্ষ্য দিয়েছিল তারা।

দ্বিতীয় ইনিংসে ৭০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলেছে বাংলাদেশ। সেঞ্চুরির দোরগোড়ায় আছেন মুমিনুল হক। অপরাজিত আছেন ৯৫ রানে। অন্যদিকে, ব্যক্তিগত ফিফটি পেতে লিটনের দরকার আর মাত্র ২ রান।

গত দিনের ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকালের দুই অপরাজিত ব্যাটার উইকেটে এসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তায়ই পায়নি আফগান বোলাররা।

সবালীল খেলতে থাকা দুই ব্যাটার বিপদ ডেকে আনলেন দৌড়ে ৩ রান নিতে গিয়ে। দুই রান সম্পন্ন করার পর দুটানায় পড়ে যান জাকির। আর তাতেই যেন সর্বনাশ! ৭১ রান করে জাকির সাজঘরে ফেরায় দিনের প্রথম সাফল্য পায় আফগানিস্তান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগান, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন