পানছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের অবরোধে ফাঁকা সড়ক

OBOROD PIC

পানছড়ি প্রতিনিধি:
পানছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যেগে ডাকা অবরোধ যথাযথভাবে পালিত হচ্ছে। গত ৬ ডিসেম্বর সন্ধ্যা সাতটর দিকে পানছড়ির মগপাড়া (হলধর) পাড়া এলাকায় কৃষক রমজান আলী ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় পানছড়ি-খাগড়াছড়ি সড়কে অবরোধের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

সোমবার সকাল ছয়’টা থেকে সন্ধ্যা ছয়’টা পর্যন্ত ডাকা অবরোধে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সকাল থেকেই রাস্তা-ঘাট ছিল ফাঁকা। শুধু মাত্র আইন-শৃংঙ্খলা বাহিনীর পরিবহন চলতে দেখা গেছে। তাছাড়া স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রী ও অফিসগামী লোকজনকে পাঁয়ে হেটে চলাচল করতে দেখা যায়।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো: এরশাদ আলী এ প্রতিবেদককে জানায়, আমাদের ডাকে সাড়া দিয়ে অবরোধকে স্বার্থক করায় সবাইকে পার্বত্য বাঙ্গালী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন। জেলার সাথে যোগাযোগ করে পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন