পানছড়িতে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে পানছড়ি উপজেলার বিভিন্ন মন্দিরে কঠিন চীবর দানানুষ্ঠান শুরু হয়েছে।  পার্বত্য বিহার ও পার্বত্য বন বিহার মিলে এবারে সর্বমোট ২০টি মন্দিরে এ উৎসব পালিত হবে।

প্রথম দিন (২৬ অক্টোবর) শুক্রবার জ্ঞানোদ্বয় বৌদ্ধ বিহার ও পুলিনপুর শীলাচার বন বিহারে দানানুষ্ঠান পালন করা হয়।

দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ ও অর্ধ লক্ষাধিক দায়ক-দায়িকার উপস্থিতিতে অনুষ্ঠিতব্য শান্তিপুর অরণ্য কুটিরে  পালিত হবে ১০ নভেম্বর। আগামী ২২ নভেম্বর তালতল আর্য্যমিত্র বৌদ্ধ বিহারের অনুষ্ঠান দিয়েই এর সমাপ্তি ঘটবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন