পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

21- 14 PIC

উপজেলা প্রতিনিধি, পানছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করেছিল নানা কর্মসূচী। সকাল ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা বিলকিস, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও বিভিন্ন প্রশাসনিক প্রধানগন উপস্থিত থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার দিলীপ বড়ুয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেবের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবদল সভাপতি শাহীন মৃধা ও ছাত্রদল সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি, জাবারাং কল্যাণ সমিতি, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, প্রতিবন্ধী কল্যাণ সংঘ, সানরাইজ কিন্ডার গার্টেন ও সনাতন ছাত্র যুব পরিষদ ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

  এদিকে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা নিজ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স অফিসার খলিলুর রহমান জাহিদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা বিলকিসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ভাইস মো: লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, সাবেক ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন