পানছড়িতে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

Family fl

শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:

খাগড়্ছাড়ি জেলার পানছড়ি উপজেলায় এনএসভি সন্তুষ্ট গ্রহীতাদের নিয়ে স্থায়ী  এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা পদ্ধতি অবহিতকরণ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে পানছড়িতে সোমবার সকাল এগারটায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএইচডিপি ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ড. মোঃ মঈন উদ্দিন আহমেদ।

বাংলাদেশ ইনজেনডার হেলথ এর প্রোগ্রাম অফিসার শামিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পঃ পঃ কর্মকর্তা সোহাগময় চাকমা। আরো বক্তব্য রাখেন ইনজেনডার হেলথ এর প্রোগ্রাম অফিসার খন্দকার আবু জাফর মোঃ ছালেহ।  অনুষ্ঠানে উপস্থিত প্রায় শতাধিক পুরুষ-মহিলাদের মাঝে পদ্ধতি গ্রহন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন