পানছড়িতে ৩২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

fec-image

খাগড়াছড়ির পানছড়িতে ৩২ বিজিবির ব্যবস্থাপনায় ধুদুকছড়ার ডাইনচন্দ্রবাড়ী বিওপিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ৩২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এইচ হাফিজুর রহমান।

তিনি এলাকাবাসীর কাছে তাদের সুখ- দুঃখের কথা শোনেন এবং যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করেন। এদিন এলাকার নারী-পুরুষ ও শিশু সহ প্রায় দুইশতাধিক পরিবার সেবা গ্রহণ করেন।

পানছড়ি ৩-বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান এ সেবা প্রদান করেন।

চিকিৎসা নিতে আসা হাতিমারার প্রেম কুমার কারবারি, খর্গ পাড়ার দীলিপ কুমার কারবারি, সীমানা পাড়ার থুংপুতি চাকমা, নিকশন চাকমা,ও ক্রিনয়নী চাকমা জানান, ‌‘আমরা দুর্গম এলাকায় বসবাস করি। শারীরিক কোনো সমস্যা হলে স্বাস্থ্যকেন্দ্রে বা ফার্মেসিতে যেতে অনেক সময় ও অর্থ লাগে। এই দুর্গম এলাকায় বিজিবি আমাদের নানাভাবে সহায়তা ছাড়াও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। বিনামূল্যে ওষধ ও চিকিৎসা সেবা পেয়ে আমরা খুব খুশি।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৩২ বিজিবি, পানছড়ি, ফ্রি মেডিকেল ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন