পানছড়ির তিন মদ্যপের ছয় মাসের জেল

কারাদণ্ড

শাহজাহান কবির সাজু, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তিন মদ্যপকে ছয় মাসের সাজা প্রদান করে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত মদ্যপরা ৩নং পানছড়ি ইউপির মোহাম্মদপুর গ্রামের শাহআলমের ছেলে সিরাজুল ইসলাম (২৫), মো: হান্নানের ছেলে আ: রহমান ও দমদম গ্রামের আউয়াল হোসেনের ছেলে মইনাল হোসেন (২২) বলে জানা যায়।

জানা যায়, অভিযুক্ত মদ্যপরা রবিবার রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে মোহম্মদপুর ও দমদম এলাকায় মদ পান করে মাতলামী অবস্থায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার এ.এস,আই শফিক ও জহিরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদের আটক করে। ভ্রামামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ এর টেবিল ১০নং ধারায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম জেল ৫ হাজার জরিমানা অনাদায়ে আরো ৪৫ দিন জেল প্রদান করেন।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আ: জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন