পার্বত্য এলাকার উন্নয়নকে বাধাগ্রস্থ করছে বিশেষ মহল: এমপি দীপংকর

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য এলাকার উন্নয়নকে বাধাগ্রস্থ করছে একটি বিশেষ মহল।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে নানিয়ারচর উপজেলায় উপজেলা পরিষদের বাসভবন এবং বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য ভিত্তি প্রস্থর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, শান্তিচুক্তির পর থেকে পাহাড়ের শান্তির সুবাতাস বইছে। কিন্তু বিশেষ মহলটি পাহাড়ের শান্তি বিনষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এখনি সময় তাদের পতিহত করতে হবে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ইলিপন চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

নানিয়ারচর উপজেলার চেঙ্গী সেতুর পাশে ১৫ লাখ টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধন, বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য এবং এক কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের বাসভবন নির্মাণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন