পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তৃতীয় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

Pic-10-06-15

স্টাফ রিপোর্টার:

বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৪-১৫ অর্থ বছরে ৩য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা  এনডিসি।

সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্ম-সচিব) জনাব তরুণ কান্তি ঘোষ ছাড়াও বোর্ডের সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) জনাব শাহীনুল ইসলাম, সদস্য-অর্থ জনাব মোঃ মনজুরুল আলম, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফ উদ্দিন আহম্মদ, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোল্লা মিজানুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু জাফর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপ-সচিব (প্রশাসন) জনাব এ,এস,এম, শাহেন রেজা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোমিনুর রশিদ আমিন এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জনাব মোঃ জাহেদুল আলম, চেয়ারম্যান মহোদয়ের পিএস জনাব মোহাম্মদ রাজীব সিদ্দিকী-সহ বোর্ডের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ, নির্বাহী প্রকৌশলীগণ, সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মূল আলোচ্য বিষয়গুলো হলো গত ১১ জানুয়ারী ২০১৫ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৪-২০১৫ অর্থ বছরে বোর্ড কর্তৃক বাস্তবায়িত/বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ৩১ মে, ২০১৫ : পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা।

পরিচালনা বোর্ড সভায় সভাপতি জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি জানান যে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ২০১৫-১৬ অর্থ বছরে বরাদ্দ আগের চেয়ে বৃদ্ধি পাবে। নতুন অর্থ বছরে বরাদ্দ অনুসারে সরকারে সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন করা হবে বলেও তিনি জানান। এ সভাটি বিভিন্ন কারণে বিলম্ব হলেও আগামী পরিচালনা বোর্ড সভা নির্ধারিত সময়ে হবে বলে তিনি সকল সদস্যকে অবহিত করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ তাদের স্ব স্ব জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি প্রেজেন্টেশন এর মাধ্যমে বোর্ড সভাকে অবহিত করেন। সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায়- এর প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ জানে-ই-আলম এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবারে সামাজিক সুবিধাদি উন্নয়ন ও রাবার প্রক্রিয়াজাতকরণ আধুনিকায়ন প্রকল্পের জেনারেল ম্যানেজার জনাব সুখময় চাকমা পৃথকভাবে প্রেজেন্টেশন এর মাধ্যমে তাদের স্ব স্ব প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রগতি তুলে ধরেন।

বোর্ডের সদস্য-বাস্তবায়ন জনাব শাহীনুল ইসলাম জানান যে ৩১ মে ২০১৫ খ্রিঃ তারিখ পর্যন্ত বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে কোড নং ৭০৩০ আওতায় বাস্তব অগ্রগতি ৮৭% এবং কোড নং ৫০১০ আওতায় বাস্তব অগ্রগতি ৮৬%। চলতি মাসেই কোড নং ৭০৩০ আওতায় বাস্তব অগ্রগতি ১০০% এবং কোড নং ৫০১০ আওতায় বাস্তব অগ্রগতি ৯৯% হবে বলে তিনি বোর্ড সভা সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। সভাপতি মহোদয় বোর্ড সভায় আগত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বেলা ৫.৩০ টায় সভা সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন