পার্বত্যনিউজকে যা বললেন রোহিঙ্গা ক্যাম্পের নতুন আরআরআরসি

fec-image

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসেবে নতুন পদায়ন হয়েছেন যুগ্মসচিব মাহবুব আলম তালুকদার। সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশের ভিত্তিতে তাকে নতুন আরআরআরসি পদে নিয়োগ দেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পার্বত্যনিউজকে তিনি বলেন, সরকার তাকে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) পদে পদায়ন করেছেন। আদেশমূলে তিনি যথা সময়ে যোগদান কবরেন। যথাযথ দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন