পালং উচ্চ বিদ্যালয়ে গৌরবের ৭০ বছর উদযাপন

Pic Ukhiya 18-03-20171
উখিয়া প্রতিনিধি :
প্রতিষ্ঠতার ৭০ বছর পূর্তি উপলক্ষে শনিবার উখিয়ার উপজেলার পালং র্আদশ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। সকালে র‌্যালী ও শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়।হাজারের অধিক প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মূখরিত হয়ে উঠে।

জাতীয় সংঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু করা হয়। পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পালং আর্দশ উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থী তোফাইল আহমদ চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন, উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যথাক্রমে ককসবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খানঁ বাহাদুর মোসতাক আহমদ, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান লে: কর্নেল(অব)ফোরকান আহমদ, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পরমানু শক্তি কমিশন ড. মোহাম্মদ মীর কাশেম, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ভূ’তপূর্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এখলাসুল কবির, চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোকতার আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড: একে আহমদ হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী র্কমকর্তা মো. মাঈন উদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেত্রী কানিস ফাতেমা, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, উপদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী। ঘোষণা পত্র পাঠ করেন রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। শোক প্রস্তাব পেশ করেন, পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি আদিল চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম. ফজলুল করিম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া চৌধুরীসহ অসংখ্য প্রাক্তন শিক্ষাবীদ।

উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে অধ্যাপক মোহাম্মদ আলী, আবুল মনসুর চৌধুরী, এডভোকেট আব্বাস উদ্দিন, সাজেদা ইয়াছমিন, ডা: শংকর বড়ুয়া, এড.অনিল বড়ুয়া, রফিক উদ্দিন মাহমুদ, আশরাফুল হক চৌধুরী, জিয়াউল হক জিয়া, কাসেদ নূর, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মাহামুদুল হক চৌধুরী। পুরো অনুষ্টানে সহযোগিতায় ছিলেন মাস্টার কামাল উদ্দিন ও হাসান জামাল রাজু। এর আগে সকালে র‌্যালী, খতমে কোরআন, কবর জিয়ারত করা হয়।

আলোচনা সভা শেষে টেকনাফ কলেজের প্রভাষক পারিয়েল সামিহা শারিকার উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান গান পরিবেশন করেন, তানজিনা মমতাজ রুশা, রামিজা চৌধুরী রিস্তা সহ ঢাকা ও চট্টগ্রামের প্রখ্যাত সংগীত শিল্পি। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন