পেকুয়ায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

pekua pic manab bandan 22-09-15

স্টাফ রিপোর্টার:
পেকুয়ার মগনামা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বেলা ১১ টার দিকে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসী জানান, উক্ত অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে এলাকার শত শত পরিবারের লোকজন একত্রে হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পেকুয়া থানা অফিসার ইনচার্জ বরাবরে স্মারকলিপি দেওয়ার প্রস্ততি নিচ্ছেন।

তথ্য সূত্রে জানা যায়, একই উপজেলার রাজাখালী ইউনিয়নের আশরাফ মিয়া নামের এক ব্যক্তি মগনামা ইউনিয়নের জালিয়াপাড়া এসে বিবাহ করে বসবাস করে আসছিল। ওই আশরাফ মিয়া পূর্বের পরিবারের তিন জন যুবতী মেয়েকে রাজাখালী নিজ বাড়ি থেকে ওই ঘরে নিয়ে আসে। ওই মেয়েদের মধ্যে একজনকে জোরপূর্বক বিয়ে দেয় স্থানীয় নুরুল হোছাইনকে।

এ দিকে আশরাফ মিয়ার পরিবারের আত্মীয় পরিচয় দিয়ে পেকুয়া, রাজাখালী, মগনামা এলাকার বিভিন্ন যুবক আসা যাওয়া করে। এমনকি তার যুবতী মেয়েকে দিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ শুরু করে। এ সমস্ত অসামাজিক কার্যকলাপে এলাকার লোকজন বাধা দিলে পাড়ার সর্দার কলিমুল্লার ছেলে ওই আশরাফ মিয়ার মেয়েকে ধর্ষন চেষ্টা করেছে বলে মিথ্যা অভিযোগ প্রদান করে। পরে আশরাফ মিয়া থানার মাধ্যমে সর্দার কলিমুল্লাহর নিকট থেকে ৪০ হাজার টাকা জরিমানা করে।

এ দিকে আশরাফ মিয়া তার যুবতী মেয়ে দ্বারা অসামাজিক কার্যকলাপের মাধ্যমে আরো লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। অন্য একজন ছেলেকে নিয়ে গত ১৯ সেপ্টেম্বর অন্য একটি বানোয়াট ঘটনা ঘটিয়ে ফের মিথ্যা মামলা দায়েরের পায়তারা করছে। ওই আশরাফ মিয়ার অসামাজিক কার্যকলাপে এলাকার লোকজন অতিষ্ট হয়ে সকলে একত্রিত হয়ে মানব বন্ধন করে।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সর্দার আবদুল খালেক, মোজাফ্ফর আহমদ, সমাজ সর্দার জমির হোছন, কলিম উল্লাহ, বাদশা, রাহমত উল্লাহ, উকিল আহমদ, লিয়াকত আলী, মোস্তাফিজ, আশরাফ আলী, আছান উল্লাহ, মনছুর প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন