পেকুয়ায় হচ্ছে বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি

pekua-pic-nau-gati-03-11-16
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেছেন, পেকুয়া হবে উন্নয়নের নগরী। আগামীতে পেকুয়ায় যাবতীয় উন্নয়ন কর্মকান্ড শুরু হবে। তিনি আরো বলেন, মহেশখালী হবে সিঙ্গাপুরের ন্যায়। কুতুবদিয়ায় গ্যাস টার্মিনাল নির্মিত হবে। পেকুয়ার বেড়িবাঁধ নৌবাহিনী নির্মাণ করে দেবে। তিনি এলাকার লোকদের শিক্ষার হার বাড়ানোর প্রতি গুরুত্ব প্রদান করেন।

৩ নভেম্বর দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বাংলাদেশ নৌবাহিনীর সাব মেরিন ঘাঁটি নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মগনামা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। স্থানীয় মিফতাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বিএ(অনার্স) এম,এ, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, নৌবাহিনীর ক্যাপ্টেন জসিমউদ্দিন, মোহাম্মদ মনির, মোহাম্মদ ফারুক, ককসবাজার জেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, জেলা আ’লীগের সদস্য এস,এম গিয়াস উদ্দিন, উম্মে কুলছুম মিনু, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর, মগনামা ইউনিয়ন আ’লীগের সভাপতি খাইরুল এনাম, সেক্রেটারী রশিদ আহমদ, দৈনিক সকালের ককসবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

উক্ত অনুস্টানে ১০২ জন উপকারভোগীকে ৭ কোটি ৬৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন