পেকুয়ায় হত্যা মামলায় জামিনে থাকা আসামিকে পিটিয়ে জখম

fec-image

কক্সবাজারের পেকুয়ায় যুবদল নেতা ও বহু আলোচিত ‘জয়নাল’ হত্যাকাণ্ডে জামিনে থাকা আসামিকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করেছে বাদির স্বজনরা। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আহমদ কবির লজক (৪৪) আফজলিয়া পাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।

আহতের স্বজনরা জানায়, আহমদ কবির তার ছেলের ভোটার সংক্রান্ত কাগজপত্র সত্যায়িত করে মগনামা ইউপির কার্যালয় থেকে অটোরিক্সা করে আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। বিসমিল্লাহ সড়কের মিয়াজিপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা আফজলিয়াপাড়ার নুরুন্নবীর ছেলে আমির উদ্দিনের নেতৃত্বে তার ভাই কায়সার,আনোয়ার হোসেনের ছেলে সোনাইয়া, অইন্যার ছেলে আনিসসহ ৭ থেকে ৮জন দুর্বৃত্ত গাড়ি থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে মৃত ভেবে তাকে পাশের বজল আহমদের একটি মৎস্যঘেরে ফেলে সটকে পড়ে।

ইউপির নারী সদস্য আনজুমান আরা বলেন, আমি পরিষদ থেকে বাড়িতে ফিরছিলাম। আহমদ কবির আমার আগে পরিষদ থেকে বের হয়েছে। রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, লজক মগনামার যুবদল নেতা জয়নাল হত্যাকাণ্ডের আসামি। বাদির স্বজনরা তাকে পিটিয়ে মাছের ঘেরে ফেলে চলে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

স্থানীয়রা জানায়, মগনামার আলোচিত যুবদল নেতা জয়নাল হত্যাকাণ্ডের আসামি আহমদ কবির। মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছে। হত্যাকাণ্ডের পর আসামি পক্ষের বাড়িঘরে ব্যাপক লুটপাটসহ তাণ্ডব চালায় বাদির স্বজনরা। আহমদ কবিরের বাড়িঘর ভাংচুর করে মাটির সাথে বিলীন করে দেয়া হয়। তিনি বর্তমানে চকরিয়ার বদরখালী শ্বশুর বাড়িতে থাকেন।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানায়, হামলার বিষয়টি কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামিনে থাকা আসামি, পিটিয়ে জখম, পেকুয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন