‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, অবহেলা না করার আহ্বান’

fec-image

“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবার আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারর প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান।আমাদের ভাই-বোন। তারা কেউ আমাদের পর নয়। তারা আমাদের আমাদের সকল সমাজেরই অংশ। তাদেরকে খেয়াল রাখা, ভালো রাখা আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। আমরা সবসময় তাদের পাশেই আছি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি অবহেলা না করার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান, প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন