প্রথমদিনেই টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ নৌ রুটে পর্যটকবাহী জাহাজ গ্রীণলাইন ২’শ যাত্রীসহ বিকল

টেকনাফ প্রতিনিধি :

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার প্রথম দিনেই টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌরুটের মাঝ সাগরে পর্যটকবাহী জাহাজ গ্রীণ লাইন এমভি-১ বিকল হয়ে গেছে। ফলে এই জাহাজে করে সেন্টমার্টিনদ্বীপ ভ্রমণে যাওয়া ভিআইপি ও দেশী-বিদেশী পর্যটকগণ চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গেছে।

জাহাজটিতে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ভ্রমণে আসা দেশের বিভিন্ন আসনের আরও ৭ জন এমপি এবং তাঁদের পরিবার পরিজন রয়েছেন।

সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন জানান, জাহাজটি টেকনাফ স্থলবন্দর জেটিঘাট থেকে ১৬ ডিসেম্বর সকালে রওয়ানা দিয়ে ঘন্টা খানেক চলার পর মাঝ সাগরে বিকল হয়ে যায়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন লেঃ কমান্ডার শরিফ উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঝ সাগরে বিকল হওয়া জাহাজে আটকে পড়া পর্যটকদের স্পীডযোগে দ্বীপে আনার ব্যবস্থা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন