প্রভাবশালীদের সঙ্গে বিছানায় না শুলে সাংবাদিক হওয়া যায় না

ডেস্ক নিউজ:

ক্ষমা চেয়ে বিতর্কে দাঁড়ি টানতে চেয়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত৷ কিন্তু তা আর হল কই? বরং সমালোচনার নামে সাংবাদিকদের উদ্দেশ করে একের পর এক ইট পাটকেল ছুঁড়েই চলেছেন বিজেপি নেতারা৷

এবার সাংবাদিকদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর এক বিজেপি নেতা৷ এস ভেঙ্কটরমন নামে ওই বিজেপি নেতা ফেসবুক পোস্টে সাংবাদিকদের উদ্দেশ করে লেখেন, ‘‘প্রভাবশালীদের সঙ্গে বিছানায় রাত না কাটালে সাংবাদিক হওয়া যায় না৷’’ বিজেপি নেতার এই পোস্টের পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে সাংবাদিক মহলে৷ বির্তকের মুখে ফেসবুক পোস্টটি মুছে ফেললেও একবারের জন্য ক্ষমা চাননি তিনি৷

দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলনে এক মহিলা সাংবাদিকের গাল টিপে বিতর্কে জড়ান তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত৷ প্রবল সমালোচিত হওয়ার পর তিনি চিঠি লিখে ওই সাংবাদিকের কাছে ক্ষমাও চান৷ কিন্তু এখানেই থেমে থাকেনি বিতর্ক৷ ওই ঘটনার রেশ ধরেই ফেসবুকে এস ভেঙ্কটরমন লেখেন, ‘‘ওই মহিলাকে ছোঁয়ার জন্য তাঁর (রাজ্যপাল) উচিত ছিল ফিনাইল দিয়ে হাত ধুয়ে ফেলার৷’’

সেখানে তিনি আরও লেখেন, ‘‘সাংবাদিকদের কাজই হচ্ছে রাজ্যপাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গালমন্দ করা৷’’ এরপরই মহিলা সাংবাদিকদের প্রতি অশালীন ভাষা প্রয়োগ করে তিনি লেখেন, ‘‘প্রভাবশালীদের সঙ্গে বিছানায় রাত না কাটালে ওঁরা সাংবাদিক বা সঞ্চালক হতে পারেন না৷ বিশ্ববিদ্যালয়গুলির থেকে যৌন নির্যাতনের ঘটনা মিডিয়াতেই বেশি৷ আর এই সাংবাদিকরাই কিনা রাজ্যপালকে (যৌন হেনস্থা নিয়ে) প্রশ্ন করেন৷’’ সাংবাদিকদের ‘অশিক্ষিত’ বলে তোপ দাগেন ওই বিজেপি নেতা৷

এই পোস্ট দেখার পর সাংবাদিক মহলে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে৷ তামিলনাড়ুতে বিজেপির সদর দফতরে দলের সর্বভারতীয় সম্পাদক এইচ রাজা ও এস ভেঙ্কটরমনের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন