ফানুসের আলোয় আলোকিত নাইক্ষ্যংছড়ির পাহাড়ি পল্লী

বাইশারী প্রতিনিধি:

ফানুসের আলোয় আলোকিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ি পল্লীগুলো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ও আকষর্ণীয় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলার ৩৭টি পাহাড়ি পল্লীগুলোতে সন্ধ্যার পরপরই চলে ফানুস উড়ানোর মহোৎসব।

সরজমিনে দেখা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ধাবনখালী মার্মা পাড়ার বৌদ্ধ বিহারে বুধবার সন্ধ্যার পরপরই লোকে লোকারণ্য। বাঁশ, কাঠ, বেত ও রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফানুস উড়ানো হচ্ছে।

অরফানেন্স গার্লস হোম স্কুলের পরিচালক মংলা মার্মা বলেন, প্রতি বৎসরের ন্যায় এ বছরও তার বিদ্যালয়ের পক্ষ থেকে ফানুস উড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তাদের ভেতরের অপবিত্রতা ও কলুষতা থেকে পবিত্র হওয়ার জন্য তিন মাসব্যাপী নির্জন আশ্রমে বাস করেন। একে আশ্বিনী পূর্ণিমাও বলা হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে আকাশকে আলোকিত করতে রঙ্গিন আলোর ফানুস উড়ানো। উৎসবকে ঘিরে তৈরী করা হয়েছে অতিথিদের জন্য পিঠা উৎসবেরও।

বৌদ্ধ যুবকরা জানান, উৎসবের শেষ দিনে নর-নারীরা দানীয় ও পূজার সামগ্রী নিয়ে বৌদ্ধ বিহারে সমবেত হন। ভিক্ষুদের কাছ থেকে শীল গ্রহন করে, ভিক্ষুদের খাদ্যভোজ্য প্রদান করে এবং দান-দক্ষিনা দিয়েছেন।

বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর জানান, প্রবারণা পূর্ণিমায় পুরো উপজেলায় বৌদ্ধ ধর্মালম্বীয় লোকজন তাদের বৌদ্ধ বিহার গুলোতে নেচে গেয়ে ফানুস উড়িয়েছেন। এসব দেখতে অনেক বাঙ্গালীরাও অংশ নেয়। এতেই প্রমানিত হয় পুরো পার্বত্য বান্দরবান সম্প্রীতির সেতুবন্ধনে আবদ্ধ রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন