বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানিকছড়িতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

fec-image

বাঙালি জাতির পিতা ও বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে ঘিরে একটি গোষ্ঠী সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের পর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার (১২ ডিসেম্বর) দেশব্যাপি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতার সন্মান, রাখবো মোরা অম্লান এই শ্লোগানে প্রতিবাদ সমাবেশ করছে।

এরই অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়িতেও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে পরিষদ হলরুমে অনুষ্টিত সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অম্লান রাখতে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশ সৃষ্টির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য তৈরি আবশ্যক।

তারা বলেন, যার ফলে সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি শুরু করায় দেশের একশ্রেণির আলেম-ওলামারা মানুষকে অহেতুক কোরআন হাদিসের অপব্যাখা দিয়ে ভূল বুঝাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। এছাড়া সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন