বর্ণিল আয়োজনে ‘বন্ধু জুনিয়র’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র স্টাফ রিপোর্টার :

ব্যাতিক্রমী ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মাটিরাঙ্গার ব্যাতিক্রমী সামজিক সংগঠন ‘বন্ধু জুনিয়র’। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটের সময় মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণের পর নানা রঙ-বেরঙের বেলুনে সাজানো মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে খোলা আকাশের নীচে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর ৪ পাউন্ড ওজনের কেক কাটেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

মাটিরাঙ্গা প্রেস ক্লাব‘র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া‘র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন বর্ণিল আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন, নান্দনিক আয়োজনই বলে দেয় নিজের যোগ্যতায় বহুদুর এগিয়ে যাবে। সমাজ বদলে তাদের অংশগ্রহণকে তরান্বিত করতে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়ে জোন অধিনায়ক লে. কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন বলেন, এমন একটি সংগঠন এখানে কাজ করছে জেনে আমি উদ্বেলিত।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল বন্ধু জুনিয়র‘র গত তিন মাসের কাজের বিবরণ তুলে ধরে বলেন, আমি এখানে যোগদানের পরপরই মাটিরাঙ্গা প্রেস ক্লাবের মাধ্যমে এ সংগঠনটিকে আবিষ্কার করি। এরপর থেকেই এ সংগঠনের প্রতিটি কর্মী নিজেদের কাজের ফাঁকে স্বেচ্ছাশ্রমে উপজেলা পরিষদের সৌন্দর্য্য বর্ধনে নিজেদের আত্মনিয়োগ করে। যার ফলশ্রুতিতে আজকের এ ঝলমলে পরিবেশ।

বন্ধু জুনিয়র‘র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: মামুনুর রশিদ সংগঠনটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করে বলেন, বন্ধু জুনিয়র মাটিরাঙ্গার প্রতিটি নাগরিকের প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।

ব্যাতিক্রমী এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক, সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, ব্যবসায়ী দীলিপ সাহা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, যুগ্মসম্পাদক সাগর চক্রবর্তী কমলসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন